প্রতিদিনের আযান আমাদের যা স্মরণ করিয়ে দেয়
আমার জ্ঞানপিপাসু মুসলিম ভাই!(আল্লাহ আমাকে ও আপনাকে জ্ঞান দান করুক)। যদি প্রতিদিনের আযান শুনে আপনি জীবনের আয়ু ফুরিয়ে যাওয়া ও মৃত্যুর সময় ঘনিয়ে আসার প্রতি মনোযোগী হতেন, তাহলে কয়েকটি সূক্ষ্ম বিষয় বুঝতে পারতেন। আপনি বুঝতে পারতেন যে, ফজরের আজান আপনাকে রাত্রি শেষ হওয়ার সাথে সাথে আপনার জীবনের একটি অংশ চলে যাওয়ার কথা বলে দিচ্ছে। ঠিক তেমনিভাবে যোহরের আযান আপনাকে বেলা ফুরাবার মাধ্যমে আপনার জীবন থেকে আরেকটি অংশ চলে যাওয়ার সংবাদ দিচ্ছে। আর আসরের আযান আপনাকে বলে দিচ্ছে, দিন যে প্রায় শেষ। ওদিকে মাগরিবের আজান আপনাকে জীবন থেকে একটি দিন হারিয়ে যাওয়া ও নতুন আরেকটি রাত্রিতে প্রবেশের কথা জানিয়ে দিচ্ছে। আর ইশার আজান আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে় যে, আপনার আগামী দিনের রাত্রিটি কিন্তু প্রায় শেষ।
এভাবেই প্রতিটি আযান আপনাকে জীবনের নির্দিষ্ট কিছু মুহূর্ত হারিয়ে যাওয়ার কথা স্মরণ করিয়ে দেয়।সুতরাং 'সিমায়ে' আযানের এই প্রভাব থেকে আপনি উদাসীন থাকবেন না।কারণ আজান কতই না উত্তম সতর্ককারী! আমাদেরকে আমাদের আয়ু ফুরাবার ব্যাপারে সতর্ক করে। আর যখন আপনি মুয়াজ্জিনের সুরে সুর মিলিয়ে এই আযানের জবাব দিবেন, তখন এই সূক্ষ্ম ভাবনাগুলি যেন আপনার অন্তরে জেগে ওঠে। আর তখনই আপনি একজন সতর্কবান মানুষে পরিণত হবেন।উদাসীনতা আর বিষন্নতা থেকে চির মুক্তি পাবেন।
"কিমাতুজ্জামান ইন্দাল ওলামা" অবলম্বনে।
কোন মন্তব্য নেই