ব্লগে লেখার নীতিমালা

1 লেখা হতে হবে সম্পূর্ণ মৌলিক। বিশেষভাবে ভাষাগত দিক থেকে অন্য কোন লেখার সাথে সাদৃশ্য প্রমাণিত হলে লেখা অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।

2, বিষয়ভিত্তিক এবং তথ্যবহুল লেখাকে প্রাধান্য দেওয়া হবে। নিছক সাহিত্যনির্ভর লেখা প্রকাশ করা হবে না।

3, আরবি এবং বাংলা এই দুই ভাষাতেই লেখা দেওয়া যাবে। তবে আরবি লেখাকে অগ্রাধিকার দেয়া হবে।

4, হকপন্থী ওলামায়ে কেরামের মাঝে মতভেদপূর্ণ কোন বিষয়ে আলোচনা করা যাবে না।
তবে কেউ যদি সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে গঠনমূলক আলোচনা করে তাহলে তা বিবেচনা করা হবে।

5, লেখার শুরুতে শিরোনাম এবং মাঝে পর্যাপ্ত সাবশিরোনাম থাকতে হবে।

6, এডমিন কর্তৃক লেখা সংশোধন, পরিমার্জন এবং সম্পূর্ন পরিবর্তন করার অধিকার থাকবে।

7, হাদীসের তাখরীজ এবং লেখায় উল্লেখিত প্রতিটি তথ্যের রেফারেন্স উল্লেখ করতে হবে। কোন ক্ষেত্রে তথ্যসূত্র পাওয়া না গেলে তাও স্পষ্টভাবে লিখে দিতে হবে।

কোন মন্তব্য নেই

nicodemos থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.