ভূমি জরিপ শেখার সহজ পাঠ, তৃতীয় পর্ব


এ পর্বে ইনশাল্লাহ আমরা চতুর্ভুজাকৃতি জমি পরিমাপ করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করব
(দ্বিতীয় পর্ব পড়তে এখানে ক্লিক করুন
ভূমি জরিপ শেখার সহজ পাঠ, দ্বিতীয় পর্ব)

প্রথম পাঠে আমরা চতুর্ভুজ এর ছয় প্রকার এর নাম গুলো শিখেছিলাম। এবার আমরা সেগুলোর পরিচয় জানবো।

আয়তক্ষেত্র :
যে চতুর্ভূজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি তাকে আয়তক্ষেত্র বলে


সামন্তরিক :
এর সংজ্ঞা আয়তক্ষেত্রের মতই তবে এর কোন কোণই 90 ডিগ্রি হবেনা

বর্গক্ষেত্র :
 যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি তাকে বর্গক্ষেত্র বলে।


রম্বস :
বর্গক্ষেত্রের মতই তবে এর কোন কোণই 90° নয়।



ট্রাপিজিয়াম:
 যে চতুর্ভূজের শুধু দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল কিন্তু সমান নয় তাকে ট্রাপিজিয়াম বলে।


অনিয়মিত চতুর্ভুজ :
যে চতুর্ভূজের কোন বাহু পরস্পর সমান নয় তাকে অনিয়মিত চতুর্ভুজ বলে



এবার আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল পরিমাপের সূত্র গুলো জানব।

আয়তক্ষেত্রের সূত্র : দৈর্ঘ্য X প্রস্থ

বর্গক্ষেত্রের সূত্র : বাহু square বা বাহু^

সামান্তরিকের সূত্র : ভূমি X উচ্চতা

রম্বসের সূত্র : কর্ণ X কর্ণ ÷ 2

ট্রাপিজিয়াম এর সূত্র :
সমান্তরাল বাহু দুটির যোগফল X উচ্চতা ÷ 2

অনিয়মিত চতুর্ভুজের সূত্র :
অফসেট দুটির যোগফল X উচ্চতা ÷ 2

এখানে দুটি নতুন শব্দ এসেছে এখন আমরা এর পরিচয় জানবো —

1, কর্ণ : কোন চতুর্ভুজের বিপরীত কোণের দূরত্বের পরিমাপকে কর্ণ বলে ।
অথবা কোনো চতুর্ভূজের বিপরীত দুই কোণকে সরলরেখা দ্বারা যুক্ত করলে সেই সরলরেখাকে কর্ণ বলে।

2, অফসেট : কোন চতুর্ভুজের বড় কর্ণ এর বিপরীতে যে কোণ থাকে তা থেকে বড় কর্ণের সর্বনিম্ন দূরত্বকে অফসেট বলে।

কোন মন্তব্য নেই

nicodemos থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.