হিন্দু ধর্মের স্বরূপ সন্ধানে



আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাতুহ

আজ আমাদের আলোচনা হবে হিন্দু ধর্মের ইতিহাস নিয়ে।
-----------------------------
হিন্দু কী?
এটা একটি ভৌগলীক সীমারেখা।ভারতের সপ্তসিন্ধু প্রদেশ নামে যার পরিচিতি ছিলো।তখন ছিলো আর্যজাতিরর বসবাস।সময়ের আবর্তনে সেখানে গড়ে উঠে পারস্যজাতির বসবাস।তাঁরা স''কে হ''উচ্চারণ করতো।তাই তাদের বচনে সপ্ত সিন্ধু উচ্চারিত হয় হপ্তহিন্ধু।আমরা যেমন আসেন"কে আহেন,বসেন"কে বহেন বলি।তখন থেকে আর্যজাতি হিন্দু জাতি নামে প্রসিদ্ধি লাভ করে।হ্যা,আর্যজাতিও ভিনদেশী।আর্যজাতির পূর্বে এখানে দ্রাবিঢ়জাতির বসবাস ছিলো তবে তাদের ধর্ম,কর্ম সম্পর্কে তেমন কিছু জানা যায়না।দ্রবিঢ়জাতি আর আর্যজাতি মিলে কিছু ধর্ম,কর্ম পালন করত।তবে আর্যদের অত্যাচারে দ্রাবিঢ়জাতি দেশ ত্যাগ করে শ্রিলংকায় চলে যায়।দ্রাবিঢ়জাতি বর্ণে নিকশ কালো আর আর্যজাতি ফর্সা।তাই এশিয়ার মানুষ সাদা কালো মিশ্রিত।  এক কথায় বলা যায় হিন্দু কোনো ধর্মের নাম নয়। হিন্দু ধর্মপন্ডিতদের মত অনুযায়ী এই ধর্মের প্রকৃত নাম সনাতন ধর্ম।

---------------------------------------------------

হিন্দুধর্ম কী?
*এম ভেংকটরত্মম বলেন,সাধারণভাবে এ ধর্মের শাস্ত্রীয় কোনো পরিচয় নেই।

* শ্রীবিষ্ণু শিবানন্দ গিরি বলেন,বর্ণাশ্রম ব্যবস্থা,গো বৎস,বেদ বাক্যকে মাতৃতুল্য মনে করা।এবং মূর্তিতে বিশ্বাসী বা অবজ্ঞা না করা,সকল ধর্মকে সমাদর করা,পূনর্জন্মের বিশ্বাস করা,সর্বজীবে আত্মচৎ মনে করার নাম হিন্দু ধর্ম।

*শ্রীমদ্ভাগবতে আছে,বেদে যা বলা হয়েছে তা হিন্দু ধর্ম।
মোট কথা এর সুন্দর এবং পুর্নাঙ্গ কোনো সজ্ঞা কেউ দিতে পারেনি।

হিন্দু ধর্মের গোড়াপত্তন।

সঠিক ভাবে কেউ বলতে পারেনা এ ধর্মের গোড়াপত্তন কবে থেকে শুরু হয়।তবে জ্ঞানীজনরা কিছু সম্ভাব্য মত উল্লেখ করেছেন।নিম্নে তা প্রদত্ত হলো,
১-ডা.বেদ প্রকাশ উপ্যাধ্যায় বলেন,খৃষ্টপূর্ব ১৫০০ থেকে ২০০০ বছরের মধ্যে এর গোড়াপত্তন হয়। ইহা একটি প্রচিনতম ধর্ম।
২-আলবেরুনীর ভারত তত্ত্ব মতে, হিন্দু ধর্ম ৪৫০০ বছর আগের।
এছাড়াও এ সম্পর্কে আরো কিছু মত পাওয়া যায়,

১- ৫৬০০ বছর আগের
২- ৭৩০০ বছর আগের
৩- ১৮০০ বছর আগের।

এই মতগুলোর কোনো ভিত্তি নেই।তাদের দাবী তারা সনাতন অথচ এই মতগুলো তা প্রমান করেনা।আরো বহু কারণে এগুলো ভিত্তিহীন।

ইনশাআল্লাহ চলবে....

কোন মন্তব্য নেই

nicodemos থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.