আপনার যাকাতবর্ষ কীভাবে হিসাব করবেন?

যাকাত হিসাব করার ক্ষেত্রে যাকাতবর্ষ একটি বড় ফ্যাক্টর। এসম্পর্কে সঠিক ‎ধারণা না থাকার কারণে আমরা অনেকেই সঠিকভাবে যাকাত হিসাব করতে পারি না। ‎ইনশাআল্লাহ বক্ষ্যমাণ প্রবন্ধে আমরা প্রশ্নত্তোর আকারে  একদম সহজ ভাষায় যাকাতবর্ষ সম্পর্কে জানব। 


প্রশ্ন ১. যাকাতবর্ষ কী?


উত্তর: যাকাতবর্ষের অর্থ হল, পুরো এক বছরের শুরুতে এবং সমাপ্তিতে কারো কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকা। 

যাকাত আবশ্যক হওয়ার জন্য যেমন নিসাব পরিমাণ সম্পদ থাকা জরুরি তেমনি এ সম্পদের উপর এক বছর অতিক্রান্ত হওয়া জরুরী। হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন, 

فإذا كانت لك مأتا درهم وحال عليها الحول ففيها خمسة دراهم

অর্থ: তোমার কাছে যদি ২০০ দেরহাম থাকে এবং এর উপর এক বছর অতিক্রান্ত হয় তাহলে তোমাকে ৫ দিরহাম যাকাত দিতে হবে। (‍ সুনানে আবু দাউদ: ১৫৭৩)


যাকাতবর্ষকে আমরা সহজে ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফাইনান্সিয়াল পিরিয়ডের সাথে তুলনা করতে পারি। বিভিন্ন প্রতিষ্ঠানের ফাইনান্সিয়াল পিরিয়ড যেমন ভিন্ন ভিন্ন হয়ে থাকে তেমনি প্রত্যেক ব্যক্তির যাকাতবর্ষও ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

‎ 

প্রশ্ন ‎২. কখন থেকে যাকাতবর্ষ গণনা শুরু করব? 


উত্তর: আপনি যেদিন নিসাবের মালিক হয়েছেন সেদিন থেকেই যাকাতবর্ষ গণনা শুরু করতে ‎হবে। 

এক্ষেত্রে আপনি যে দিন সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে ৫২ ভরি রুপা অথবা এর ‎সমপরিমাণ অর্থ বা ব্যবসায়িক সম্পদের মালিক হয়েছেন সেদিনের আরবি তারিখটি লিখে রাখুন। এরপর এক বছর ঘুরে ঐ আরবি তারিখ যেদিন আসবে সেদিন আপনার যাকাতবর্ষ পূর্ণ হয়েছে বলে ধরা হবে। 

‎ 

প্রশ্ন ‎৩. যাকাতবর্ষের হিসাব রাখা কেন গুরুত্বপূর্ণ? 

‎ 

উত্তর: বেশ কিছু কারণে যাকাত হিসাব রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন, 

ক. যাকাতবর্ষের হিসাব না রাখলে যাকাত আবশ্যক হওয়ার পরও তা আদায়ে বিলম্ব হয়, ‎যা একটি অনুচিত কাজ। (রদ্দুল মুহতার ৩/১৯২)

খ. যাকাতের একটি অংশ অনাদায়ী থাকার আশংকা থেকে যায়। ধরুন, মুহাররম মাসের ‎‎১ তারিখে আপনার যাকাতবর্ষ পূর্ণ হয়েছে। সেদিন আপনার কাছে ছিল দুই লক্ষ টাকা, যার যাকাত আসে ৫০০০ টাকা। অতঃপর আপনি নিজ প্রয়োজনে এক লাখ টাকা খরচ করে ফেললেন। এরপর যাকাতের হিসাব করে এক লাখ টাকার যাকাত অর্থাৎ আড়াই হাজার টাকা আদায় করলেন, অথচ আপনার উপর আবশ্যক ছিল ৫০০০ টাকা। এভাবে যাকাতবর্ষের হিসাব না থাকার কারণে আপনার আড়াই হাজার টাকা যাকাত অনাদায়ী থেকে যেতে পারে।


প্রশ্ন ‎৪. আমি কবে নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছি জানি না। এক্ষেত্রে আমি ‎যাকাতবর্ষ কিভাবে হিসাব করব? 

‎ 

উত্তর: এক্ষেত্রে আপনি সম্ভাব্য একটি তারিখ ঠিক করে নিবেন। এরপর প্রতিবছর ঐ তারিখ ‎অনুযায়ী যাকাত আদায় করবেন। তবে প্রথম বছর সতর্কতামূলক অতিরিক্ত টাকা আদায় ‎করতে হবে যাতে সম্ভাব্য ঘাটতি পূরণ হয়ে যায়। (ফিকহী মাকালাত, ৩/১৬১, ইমদাদুল ফতোয়া ২/১২)।

‎ 

প্রশ্ন ‎৫. আমরা জানি, রমজানে প্রত্যেক ফরজ এর সওয়াব ৭০ গুণ বাড়িয়ে দেয়া হয়। সুতরাং ‎আমি যদি রমজানে যাকাত আদায় করি তাহলে কি কোন সমস্যা আছে? 

‎ 

উত্তর: আপনার যাকাতবর্ষ যদি রমজানের আগেই পূর্ণ হয়ে যায় তাহলে রমজান পর্যন্ত যাকাত ‎আদায়কে বিলম্ব করা মোটেও উচিত নয়। তবে আপনি রমজানের পূর্বে অল্প অল্প করে ‎যাকাত আদায় করে রমজানে অবশিষ্ট যাকাত আদায় করতে পারেন। তবে পারতপক্ষে ‎এধরনের বিলম্ব না করাই শ্রেয়। (ফিকহী মাকালাত, খ: ৩, পৃ: ১৭০)। 

‎ 

প্রশ্ন ‎৬. যাকাতবর্ষ হিসাব করার জন্য রমজানকে কি সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনা করা ‎যায়? 

‎ 

উত্তর: হাঁ, কারো যদি নিসাবের মালিক হওয়ার দিন সম্পর্কে জানা না থাকে তাহলে তিনি ‎রমজান মাসের কোন একটি তারিখকে যাকাতবর্ষের সূচনার সম্ভাব্য তারিখ হিসেবে ‎বিবেচনা করতে পারেন। সেক্ষেত্রে প্রথম বছর সতর্কতামূলক অতিরিক্ত টাকা আদায় করতে হবে। (ফিকহী মাকালাত ৩/১৬২)। 

‎ 

প্রশ্ন ‎৭. যাকাতবর্ষ কিভাবে হিসাব করব? হিজরী সনের মাধ্যমে না ইংরেজি সনের মাধ্যমে? 

‎ 

উত্তর: যাকাত একটি ফরজ বিধান। আর শরীয়তের সব বিধানের ক্ষেত্রেই হিজরী সন প্রযোজ্য ‎হয়। সুতরাং যাকাতের বর্ষ হিসাব করার ক্ষেত্রেও হিজরী সন অনুযায়ী হিসাব করতে ‎হবে। (আল ফাতওয়াল হিন্দিয়্যাহ ১/১৯৩, আল ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু, পৃ: ১৮০৩)

‎ 

প্রশ্ন ‎৮. আমি ইংরেজি সনের মাধ্যমে যাকাত হিসাব করতে চাই। এক্ষেত্রে আমার কী করনীয়? 

‎ 

উত্তর: যাকাত মূলত আবশ্যক হয় হিজরী বর্ষ অনুযায়ী। সুতরাং ইংরেজি সন অনুযায়ী যাকাত ‎হিসাব করা উচিত নয়। তবে কেউ যদি হিসাবের সুবিধার্থে ইংরেজি সন অনুযায়ী যাকাত ‎দিতে চান তাহলে তা অবৈধ হবে না। 

‎ 

ইংরেজি সন যেহেতু হিজরী বর্ষের তুলনায় ১১ দিন বেশি তাই ইংরেজি সন অনুযায়ী ‎যাকাত হিসাব করতে হলে পুরো সম্পদের ২.৫ পার্সেন্ট হারে যাকাত হিসাব করার পরিবর্তে ২.৬ হারে যাকাত হিসাব করতে হবে। (ফিকহী মাকালাত, খ: ৩, পৃ: ১৭০)। 

‎ 

প্রশ্ন ৯. আমি ইতিপূর্বে সবসময় ইংরেজি সন অনুযায়ী যাকাত হিসাব করেছি। এখন আমার কি করনীয়?


উত্তর: এক্ষেত্রে আপনার প্রতি বছরের ১১ দিনের যাকাত অনাদায়ী থেকে গেছে। সুতরাং যে কয় বছর ইংরেজী সন অনুযায়ী যাকাত দেওয়া হয়েছে সেই কয় বছরের ১১ দিনের যাকাত আদায় করে দিতে হবে। (ফিকহী মাকালাত ৩/১৭০)। 


প্রশ্ন ‎১০. প্রত্যেক সম্পদের উপর কি আলাদা আলাদা যাকাতবর্ষ অতিক্রান্ত হওয়া জরুরি? 

‎ 

উত্তর: না, প্রত্যেক সম্পদের ওপর আলাদা যাকাতবর্ষ অতিক্রান্ত হওয়া জরুরী নয়। বরং ‎যাকাত বর্ষের হিসাব একবার শুরু করার পর বর্ষ শেষে যে পরিমাণ সম্পদ থাকবে তার ‎উপর যাকাত আবশ্যক হবে। 

উদাহরণস্বরূপ, পহেলা মহররম থেকে আপনি যাকাতবর্ষ হিসাব করা শুরু করলেন। ‎তখন আপনার হাতে ছিল এক লক্ষ টাকা। পরবর্তী মহরম মাসের এক মাস আগে ‎আপনার হাতে আরও এক লক্ষ টাকা এলো। ফলে পরবর্তী পহেলা মহররমে আপনার ‎হাতে আছে দুই লক্ষ টাকা। এখন আপনাকে এই দুই লক্ষ টাকারই যাকাত দিতে হবে। (আল ইখতিয়ার ১/১০২, আল ফাতওয়াল হিন্দিয়্যাহ ১/১৯৩)


প্রশ্ন ‎১১. যাকাতবর্ষ পূর্ণ হওয়ার আগে কি যাকাত দেওয়া যায়? 


উত্তর: হাঁ, আপনি যদি নেসাব পরিমান সম্পদের মালিক হন তাহলে যাকাতবর্ষ পূর্ণ হওয়ার আগেও যাকাত আদায় করতে পারেন। সেক্ষেত্রে যেদিন যাকাতবর্ষ পূর্ণ ‎হবে সেদিন নতুন করে হিসাব করে দেখতে হবে। তখন যদি যাকাতের পরিমাণ আপনি ‎যা পূর্বে আদায় করেছেন তার চেয়ে বেশি হয় তাহলে ঐ পরিমাণ আদায় করে দিলেই ‎চলবে। আর যদি বেশি আদায় করে থাকেন তাহলে তা নফল সাদকা হিসেবে গন্য হবে। অবশ্য যাকাত দেওয়ার সময় যদি আপনি এ নিয়ত করে থাকেন যে, অতিরিক্ত আদায় করলে তা পরের বছরের যাকাত থেকে হিসাব করবেন তাহলে তা আগামী বছরের যাকাত থেকে বাদ দিতে পারবেন। (আল ফতওয়াল হিন্দিয়্যাহ ১/১৯৪)

‎ 

প্রশ্ন ‎১২. যাকাত বর্ষ পূর্ণ হওয়ার পর যাকাত কি বিলম্বে দেওয়া যায়? 


উত্তর: যাকাত একটি ফরজ ইবাদত এবং ধনীর সম্পদে গরিবের অধিকার। আল্লাহ তায়ালা এরশাদ করেন, 

وفي أموالهم حق للسائل والمحروم

অর্থ: ধনীদের সম্পদে রয়েছে গরিব ও বঞ্চিতদের অধিকার। (সূরা যারিয়াত: 19)

সুতরাং যাকাতবর্ষ ‎পূর্ণ হওয়ার পর তা আদায়ে বিলম্ব করা মোটেও উচিত নয়। এতে গরীবের অধিকার নষ্ট ‎হয়।

অবশ্য ক্যাশ টাকা না থাকলে বা অন্য কোনো যৌক্তিক কারণ থাকলে বিলম্ব করা যাবে। তবে সেটা যেন এত বিলম্ব না হয় যে দ্বিতীয় বছরের যাকাতের সময় এসে যায়। (এ্যাওফি, শরিয়া স্ট্যান্ডার্ড, ৩৪, ১০/২)।

‎ 

‎ 

প্রশ্ন ‎১৩. বিলম্বে যাকাত আদায়ের ক্ষেত্রে যদি যাকাতযোগ্য সম্পদ বেড়ে যায় তাহলে যাকাতের ‎পরিমাণ কি বেড়ে যাবে? 

‎ 

উত্তর: না, যেদিন আপনার যাকাত বর্ষ পূর্ণ হবে ঐ দিনের হিসাব অনুযায়ী আপনার যে পরিমাণ ‎যাকাত আসবে সেটাই হবে আপনার যাকাতের চূড়ান্ত হিসাব। পরবর্তীতে সম্পদ বৃদ্ধির ‎কারণে যাকাতের পরিমাণ বাড়বে না। (আল ফাতওয়াল হিন্দিয়্যাহ ১/১৯৮)

‎ 

‎প্রশ্ন ‎১৪. যাকাতবর্ষ পূর্ণ হওয়ার পর আমি যদি কিছু টাকা খরচ করে ফেলি তাহলে এর যাকাত কি রহিত হয়ে যাবে?


উত্তর: না, যাকাতবর্ষ পূর্ণ হওয়ার পর টাকা খরচ করার কারণে যাকাত রহিত হয় না। তবে যদি আপনার অনিচ্ছায় পুরো সম্পদ বা কিছু সম্পদ ধ্বংস হয়ে যায় তাহলে ঐ পরিমান সম্পদের যাকাত রহিত হয়ে যাবে। (আল ফাতওয়াল হিন্দিয়্যাহ ১/১৯৯)


প্রশ্ন ‎১৫. যাকাতবর্ষের হিসাব শুরু করার পর বছরের মাঝে যদি নিসাবের নির্ধারিত পরিমাণ থেকে সম্পদ কমে যায় তাহলে ‎কি যাকাতবর্ষ বাতিল হয়ে যাবে? 

‎ 

উত্তর: না, যাকাত বর্ষের শুরুতে এবং সমাপ্তিতে নেসাব পরিমাণ সম্পদের মালিকানা থাকাই ‎যথেষ্ট। বছরের মাঝখানে সম্পদ কমে গেলেও যাকাতবর্ষ বাতিল হবে না। (আল ফাতওয়াল হিন্দিয়্যাহ ১/১৯৯)

‎ 

প্রশ্ন ‎১৬. যাকাতবর্ষ বাতিল হবে কিভাবে? 

‎ 

উত্তর: যাকাতবর্ষ গণনা শুরু করার পর বর্ষ শেষে যদি আপনার নেসাব পরিমাণ সম্পদ না ‎থাকে তাহলে উক্ত যাকাতবর্ষ বাতিল হয়ে যাবে। এমনিভাবে যদি বছরের মাঝে আপনার পুরো সম্পদ ধ্বংস হয়ে যায় তাহলেও যাকাত বর্ষ বাতিল হয়ে যাবে। সে ক্ষেত্রে পরবর্তীতে আপনি যখন ‎নিসাবের মালিক হবেন তখন নতুন করে যাকাতবর্ষ গণনা শুরু করবেন। (রদ্দুল মুহতার ২/২৬৭)

‎ 

প্রশ্ন ‎১৭. ব্যাংকের এফডিআর এর মেয়াদ এক বছর পূর্ণ হওয়ার আগে কি এর যাকাত দিতে ‎হবে? 

‎ 

উত্তর: প্রত্যেক সম্পদের উপর পৃথকভাবে বর্ষ পূর্ণ হওয়া ‎জরুরী নয়। সুতরাং ব্যাংকের এফডিআর ছাড়াও আপনার কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে এবং সে ‎সম্পদের উপর যদি যাকাত বর্ষ অতিক্রান্ত হয় তাহলে এফডিআর এর উপর পৃথকভাবে ‎বর্ষ পূর্ণ হওয়া লাগবে না।


কোন মন্তব্য নেই

nicodemos থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.