ভূমিজরিপ শেখার সহজপাঠ, ১ম পর্ব



আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ

ভূমি জরিপ ও সার্ভে সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে বসবাস করতে হলে এ সম্পর্কে জ্ঞান লাভ করার কোনো বিকল্প নেই। বিশেষভাবে ওলামায়ে কেরাম এর জন্য এ সম্পর্কে জানা অত্যন্ত জরুরী। কারণ এর সাথে সিরাজীর বিভিন্ন মাসালা, সম্পত্তি বন্টন এবং ফিকহ ও ফতোয়ার বিভিন্ন বিষয় জড়িত।
ভূমি জরিপ বা সার্ভে সম্পর্কে বিস্তারিত জানার জন্য যদিও প্রচুর পড়াশোনা করা দরকার কিন্তু আমাদের অনেকেরই সে সময় হয়ে উঠে না। তাই আমি আপনাদের আজ এ সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে আমরা নিজেরা ভূমি জরিপ করতে না পারলেও আমাদের সামনে কেউ করলে তা বুঝতে পারি।

তবে আসুন শুরু করা যাক


প্রাথমিক আলোচনা‌


‌ এ পর্বের আলোচনাগুলো শুধু মুখস্থ করে নিন। পরবর্তী পর্বগুলোতে ইনশাল্লাহ এর বিস্তারিত বিবরণ আসবে। এ পর্বে বুঝার প্রয়োজন নেই।

পাঠ : ১

পৃথিবীর সমস্ত ভূমি চারভাগে বিভক্ত

1 ত্রিভুজ
2 চতুর্ভুজ
3 বহুভুজ
4 বৃত্ত

ত্রিভুজ মোট ছয় প্রকার

1 সমবাহু
2 সমদ্বিবাহু
3 বিষমবাহু
4 সমকোণী
5 সূক্ষ্মকোণী
6 স্থূলকোণী

চতুর্ভুজ মোট ছয় প্রকার

1 আয়তক্ষেত্র
2 বর্গক্ষেত্র
3 সামন্তরিক
4 রম্বস
5 ট্রাপিজিয়াম
6 অনিয়মিত চতুর্ভুজ

বৃত্ত মোট ছয় প্রকার

1 বৃত্ত
2 অর্ধবৃত্ত
3 কোয়াটার বৃত্ত
4 বৃত্তাভাস
5 অর্ধ বৃত্তাভাস
6 কোয়াটার বৃত্তাভাস

বহুভুজের কোন প্রকার নেই


পাঠ : ২

ত্রিভুজ পরিচিতি

যে ত্রিভূজের একটি কোণ 90 ডিগ্রি এর সমান তাকে বলা হয় সমকোণী

যে ত্রিভুজের তিনটি কোণ 90 ডিগ্রি এর কম তাকে বলা হয় সূক্ষ্মকোণী



যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি এর বেশী তাকে বলা হয় স্থূলকোণী


যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে বলা হয় সমবাহু

যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান তাকে বলা হয় সমদ্বিবাহু

 যে ত্রিভুজের কোন বাহুই পরস্পর সমান নয় তাকে বলা হয় বিষমবাহু

নোটঃ ১

10 এর উপরে যদি একটি দাগ থাকে তাহলে এর অর্থ 10 ফুট

যদি দুটি দাগ থাকে তাহলে এর অর্থ 10 ইঞ্চি

যদি তিনটি দাগ থাকে তাহলে এর অর্থ 10 সুতা

 নোট ২

১ সুতা সমান এক ইঞ্চির আট ভাগের এক ভাগ সুতরাং ৮ ওপর তিনটি দাগ থাকলে বুঝতে হবে এক ইঞ্চি এমনিভাবে ৪ এর উপর তিনটি দাগ থাকলে এর অর্থ আধা ইঞ্চি





কোন মন্তব্য নেই

nicodemos থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.