দারুল উলুম দেওবন্দ-এর শিক্ষাকাঠামো ও নেসাবে তা'লীম
দারুল উলুম দেওবন্দ-এর শিক্ষাকাঠামো ও নেসাবে তা'লীম ……………
দারুল উলুম দেওবন্দে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থা রয়েছ৷
দ্বীনিয়াত বিভাগ নামে শুরু হয় প্রাইমারী শিক্ষা ব্যবস্থা৷ যেখানে প্রাথমিক শিক্ষার্থীদেরকে উর্দু হিন্দী ইংরেজীর প্রথমিক শিক্ষার সাথে সাথে গনিত ও সামাজিক বিষয়ে এবং সাইন্সের বুনিয়াদী বিষয়ে শিক্ষা প্রদান করা হয়৷ এই দ্বীনিয়াত বিভাগ মোট পাঁচ বছরের কোর্স৷ পঞ্চম বছর ফারসি ভাষা শিক্ষা দেয়া হয়৷ যেহেতু উর্দু ভাষার পান্ডিত্য ও দক্ষতা অর্জনের জন্য ফারসি ভাষা জানা জরুরী৷
তবে দারুল উলুম দেওবন্দের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোর্স হলো ফাযেল কোর্স৷ যা আট বছরের সমাপনী কোর্স৷ এই কোর্স সমাপ্তকারীদেরকে ই আলেম বা মৌলবী বলা হয়৷
এ ফাযেল কোর্সের প্রথম চার বছরকে ছানুভী বিভাগ বলা হয়৷ যেখানে আরবী নাহু ছরফ আরবী ইনশা মান্তেক (তর্কবিদ্যা) কোরআন তরজুমা এবং ইসলামী ইতিহাস সহ দ্বীনের মৌলিক বিষয়ে তা'লীম দেয়া হয়৷
আর শেষ চার বছরে তাফসীর, উসূলে তাফসীর, ফিকাহ, উসূলে ফিকাহ, এবং হাদীস ও উসূলে হাদীসের পাঠ দান করা হয়৷ এবং ইলুমল বালাগাত ও ফাসাহাতের তালীম ও দেয়া হয়৷ ফাইনাল বছর তথা দাওরার বছর সিহাহ সিত্তাহ সহ মোয়াত্তাইন ও তহাবী এবং শামায়েলে তিরমিজীকে রেওয়াতান ও দেরায়াতান পাঠদান করা হয়৷ দারুল উলুম দেওবন্দের এই ফাযেল কোর্সকে বর্তমান সময়ের অনেক শিক্ষা প্রতিষ্ঠান যেমন আলীগড় মুসলিম ইউনিভার্সিটি, হায়দারাবাদ, মাওলানা আযাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি,হামদর্দ ইউনিভার্সিটি নিউ দিল্লী এবং লৌখনো ইউনিভার্সিটি ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানের বি-এ (Bachelor Of Arts) এর সমমানের সনদ দেয়া হয়৷
এই ফাযেল কোর্সের পরে তাকমীলাত নামে বিভিন্ন বিষয় ভিত্তিক ডিগ্রী অর্জনের জন্য উচ্চতর গবেষনা কেন্দ্র হিসাবে বহু বিভাগ রয়েছে৷ যেখানে তাফসীর, হাদীস, ফিকাহ এবং ইসলামী জ্ঞান ও আরবী ভাসা ও সহিত্য বিভাগ এবং ফেরাকে বাতেলা ও বিভিন্ন ধর্মীয় বিষয়ে পান্ডিত্য অর্জনের সুযোগ সুবিধা রয়েছে৷
এ ছাড়া ইসলামী জ্ঞান ব্যাতিত আরো বিভিন্ন বিষয়ে শিক্ষা ব্যাবস্থা রয়েছে৷ যেমন ইংরেজী ভাষা ও সাহিত্য শিক্ষা কম্পিউটার এ্যপ্লিকেশন এবং সাংবাদিকাতা ইত্যাদী যেখানে নিয়মতান্ত্রিক ভাবে শিক্ষার্থীরা ফায়েদা অর্জন করে থাকে৷ এবং দেশে বিদেশে দ্বীনের খেদমত করে যাচ্ছে৷
তাছাড়া দারুল উলুম দেওবন্দে রয়েছে তাজবীদ এবং নাজেরা ও হিফজুল কোরআন বিভাগ৷ সাথে আছে কোরআন তাজবীদ হাফস্ রেওয়াতে উর্দু ও আরবী এবং ক্বেরাতে ছাবয়া' ও আশারা৷
★ দ্বীনিয়াত তথা উর্দু ফারসি বিভাগ৷ (প্রাইমারী বিভাগ)
০৷ নার্সারী
১৷ প্রথম বর্ষ
২৷ দ্বিতীয় বর্ষ
৩৷ তৃতীয় বর্ষ
৪৷ চতুর্থ বর্ষ (ফারসি)
৫৷ পঞ্চম বর্ষ (ফারসি)
★ ফাযেল কোর্স (আট বছর ব্যাপি)
প্রথম বর্ষ:
১৷ কোরআন তাজবীদ৷
পাঠ্য বই: উসলুত তাজবীদ
লেখক: ক্বারী জামশেদ আলী কাসেমী
২৷ সীরাত ৷
পাঠ্য বই: সীরাতে খাতামুল আম্বিয়া৷
লেখক: মুফতী মু: শফী
৩৷ ছরফ ৷
* মিজান (লেখক:মাওঃ সিরাজুদ্দীন ওসমান)
* মুনশাইব( লেখক: মাওঃ হামজা বাদওয়ানী)
* পাঞ্জে গাঞ্জ(লেখক: মাওঃ ছফী রওদুলী রঃ)
৪৷ নাহু ৷
পাঠ্য পুস্তক:
* নাহবে মীর(লেখক: মীর সায়্যিদ শরীফ জুরজানী রহঃ)
* শরহে মিআতে আমেল (লেখক: সায়্যিদ শরীফ জুরজানী)
৫৷ আরবী অনুশীলন ৷
* আল কেরাতুল ওয়াজেহা [প্রথম খন্ড]
লেখক: মাওঃ অহীদুজ্জামান কেরানবী
* মিফতাহুল আরাবিয়া৷
লেখক: মাওঃ নুর অালম খলীল আমিনী
৬৷ সুন্দর হস্ত লিপি৷
* লেখার জন্য নির্বাচিত ইবারাত৷
দ্বিতীয় বর্ষ:
১৷ কোরআন তাজবীদ ৷
পাঠ্য বই: জামালুল কোরআন৷(আম পারা মশক সহ)
লেখক: মাওঃ আশরাফ আলী থানবী৷
২৷ ছরফ ৷
পাঠ্য বই:
* ইলমুছ ছিগাহ
লেখক: মুফতী এনায়েত আলী রহঃ৷
* ফুসুলে আকবরী
লেখক: ক্বাজী আকবর আলী ইলাহবাদী৷
৩৷ নাহু ৷
পাঠ্য বই: হেদায়াতুন নাহু৷
লেখক: সিরাজুদ্দীন ওসমান রহঃ৷
৪৷ আরবী অনুশীলন
পাঠ্য বই:
* আল কেরাতুল ওয়াজিহা[২য় খন্ড]
লেখক: অহিদুজ্জামান কেরানবী রহঃ
* নাফহাতুল আদব
লেখক: অহিদুজ্জামান কেরানবী রহঃ
৫৷ ফিকাহ শাস্ত্র
পাঠ্য বই:
* নূরুল ঈযাহ
লেখক: শায়খ হাসান ইবনে আলী শরম্বুলালী রহঃ৷
* মুখতাছারুল কুদুরী[ কিতাবুল হজ্জ পর্যন্ত]
লেখক: শায়খ আবুল হাসান মুহাঃ ইবনে জাফর আল কুদুরী রহঃ৷
৬৷ মান্তেক [তর্ক বিদ্যা]
পাঠ্য বই:
* আসান মান্তেক
লেখক: মাওঃ আব্দুল্লাহ গংগুহী রহঃ
*মেরকাত
লেখক: আল্লামা ফজলে ইমাম খায়রাবাদী রহঃ৷
তৃতীয় বর্ষ:
১৷ কোরআন তরজুমা ৷
কোরআন অনুবাদ [সূরায়ে ক্বাফ থেকে শেষ পর্যন্ত]
২৷ আরবী সাহিত্য ও হাদিস
পাঠ্য বই:
* নাফহাতুল আরব[نبذة من ذكاوة العرب থেকে শেষ পর্যন্ত]
লেখক: মাওঃ এযায আলী আমরুহী রহঃ
* মেশকাতুল আছার [পূর্ণ]
লেখক: মাওঃ মোহাম্মদ মিয়াঁ রহঃ
৩৷ ফিকাহ শাস্ত্র
পাঠ্য বই:
মুখতাছারুল কুদুরী [ কিতাবুল বুয়ু' থেকে শেষ পর্যন্ত]
লেখক: শায়খ আবুল হাসান মুহাঃজাফর কুদুরী রহঃ
৪৷ নাহু শাস্ত্র
পাঠ্য বই: কাফিয়া
লেখক: ইবনে হাজিব রহঃ
৫৷ আরবী অনুশীলন
পাঠ্য বই:
* আল কেরাতুল ওয়াজিহা [ তৃতীয় খন্ড]
লেখক মাওঃ অহিদুজ্জামান কেরানবী রহঃ
* তালীমুল মুতায়াল্লীম
৬৷ মান্তেক
পাঠ্য বই: শরহে তাহযীব
লেখক: আব্দুল্লাহ আল ইয়াযদী
৭৷ ইতিহাস
পাঠ্য বই:
* তারিখে মিল্লাত
* খেলাফতে রাশেদা
লেখক: কাজী যাইনুল আবেদীন মিরাঠী ও মুফতী এন্তেযামুল্লাহ শিহাবী আকবর আবাদী৷
চতুর্থ বর্ষ:
১৷ কোরআন তরজুমা ৷
পাঠ্য সূচী: সূরায় ইউসুফ থেকে সূরায়ে ক্বাফ পর্যন্ত৷
২৷ হাদিস
পাঠ্য বই: আলফিয়্যাতুল হাদিস
লেখক: মাওঃ মুহাম্মদ মঞ্জুর নোমানী রহঃ
৩৷ ফিকাহ
পাঠ্য বই: শরহে বেকায়া [১ম ও ২য় খন্ড কিতাবুল ইতাক পর্যন্ত ]
লেখক: উবাইদুল্লাহ ইবনে মাসউদ রহঃ
৪৷ উসুলে ফিকাহ
পাঠ্য বই:
* তাসহীলুল উসূল
লেখক: মাওঃ রিয়াসাত আলী বিজনুরী রহঃ, মাওঃ নেয়ামতুল্লাহ আ'যমী দাঃ বাঃ
* উসূলুশ শাশী
লেখক: মাওঃ নেজামুদ্দীন আবু আলী আহমদ ইবনে মুহাম্মাদ আশশাশী
৫৷ বালাগাত
পাঠ্য বই: দূরুসুল বালাগাত
লেখক: হাফনী নাশিফ
৬৷ মান্তেক
পাঠ্য বই: কুতবী
লেখক: কুতুব্বুদ্দীন রাজী রহঃ
৭৷ ইসলামী ইতিহাস
পাঠ্য বই:
তারিখে মিল্লাত: খেলাফতে বনী উমাইয়া আব্বাসিয়া ও উসমানীয়া৷
লেখক: কাজী যাইনুল আবেদীন মিরাঠী, মুফতী এন্তেযামুল্লাহ শিহাবী আকবর আবাদী
৮৷ জাগতিক শিক্ষা ৷
তারিখে জুগরাফিয়া ও ইলমে মুদনিয়্যত৷
[ভুগলিক ইতিহাস ও শহরীয় জ্ঞান]
পঞ্চম বর্ষ:
১৷ কোরআন তরজুমা
পাঠ্য সূচী: সূরায়ে ফাতেহা থেকে সূরায় হুদ এর শেষ পর্যন্ত৷
২৷ আক্বায়েদ
পাঠ্য বই: আকিদাতুত তহাবী[সুল্লামু উলুমের পরে]
লেখক: ইমাম তহাবী রহঃ
৩৷ ফিকাহ
পাঠ্য বই: হেদায় [১ম খন্ড]
লেখক: শায়খ আবুল হাসান মুরগিনানী
৪৷ উসূলে ফিকাহ
পাঠ্য বই: নূরুল আনওয়ার
লেখক: আল্লামা মোল্লা জিয়ুন রহঃ
৫৷ আরবী সাহিত্য
পাঠ্য বই: মাকামাতে হারিরী
লেখক: আল্লামা হারিরী রহঃ
৫৷ বালাগাত
পাঠ্য বই: মুখতাছারুল মায়া'নী
লেখক: শায়খ সা'দুদ্দান তাফতাযানী রহঃ
৬৷ মান্তেক
পাঠ্য বই: সুল্লামুল উলুম
লেখক: মোল্লা মুহিব্বুল্লাহ বিহারী রহঃ
৭৷ তারীখে ইসলাম
পাঠ্য বই: ছালাতীনে হিন্দ
লেখক: ক্বাজী যাইনুল আবেদীন মিরাঠী, মুফতী এন্তেযামুল্লাহ শিহাবী রহঃ
ছষ্ঠ বর্ষ:
১৷ তাফসীর ৷
পাঠ্য বই: তাফসীরে জালালাইন
লেখক: শায়খ জালালুদ্দীন মহল্লী ও সুয়ুতী রহঃ
২৷ উসূলে তাফসীর
পাঠ্য বই: আল ফাউযুল কাবীর
লেখক: শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলবী রহঃ
৩৷ ফিকাহ ৷
পাঠ্য বই: হিদায়া [২য় খন্ড]
লেখক: শায়খ আবুল হাসান মুগিনানী রহঃ
৪৷ উসূলে ফিকাহ
পাঠ্য বই: হুসামী [ আল ফাউযুল কাবীর এর পরে]
লেখক: শায়খ হুসামুদ্দীন আখছিকাছি রহঃ
৫৷ আরবী সহিত্য
পাঠ্য বই:
* দেওয়ানে মুতানাব্বী [নির্বাচিত কাছীদা গুচ্ছ]
* দেওয়ানে হামাছা [বাবুল আদব]
লেখক: আবু তামাম
৬৷ ফালসাফা (দর্ষন শাস্ত্র)
পাঠ্য বই:
* মাবাদিয়ুল ফালসাফাহ
লেখক: মুফতী সাঈদ আহমদ পালনপুরী দাঃ বাঃ
* মাইবুযী
লেখক: ক্বাজী ইমাম হোসাইন মাইবুযী রহঃ
৮৷ সীরাত
পাঠ্য বই: আছাহহুস সিয়ার
লেখক: মাওঃ আঃ রওফ দানাপূরী
সপ্তম বর্ষ:
১৷ হাদিস
পাঠ্য বই: মেশকাত শরীফ
লেখক: শায়খ মুহাঃ ইবনে আব্দুল্লাহ খতিব তিবরিযী রহঃ
২৷ উসূলে হাদীস
পাঠ্য বই:
* শরহে নুখবাতুল ফিকর
লেখক: আল্লামা ইবনে হাজর আসকালানী রহঃ
* মুকাদ্দিমায়ে শায়খ আঃ হক মুহাদ্দিসে দেহলোবী রহঃ
৩৷ আকায়েদ
পাঠ্য বই: শরহে আকাইদে নাসাফী
লেখক: আল্লামা সা'দুদ্দীন তাফতাযানী রহঃ
৪৷ ফিকাহ
পাঠ্য বই: হিদায়া [৩য় ও ৪র্থ খন্ড]
লেখক: আল্লামা আবুল হাসান মুরগিনানী রহঃ
৫৷ ইলমুল ফারায়েয
পাঠ্য বই: সিরাজী
লেখক: আল্লামা সাজাওয়ান্দী রহঃ
অষ্টম বর্ষ:
১৷ হাদীস শাস্ত্র
* সহিহুল বুখারী [পূর্ণ]
* সহিহ মুসলিম [পূর্ণ]
* সুনানে আবু দাউদ [পূর্ণ]
* সুনানে তিরিমজি [পূর্ণ]
* সুনানে নাসায়ী [পূর্ণ]
* সুনানে ইবনে মাজা
* শামায়েলে তিরমিজি
* শরহে মায়ানিল আছার
* মোয়াত্তা ইমাম মালেক
* মোয়াত্তা ইমাম মুহাম্মাদ
২৷ তাজবীদ ও তিলাওয়াতের মশক৷
শিক্ষা বিষয়ক অন্যান্য বিভাগ সমূহ:
★ তাখাছ্ছুছাত--
১৷ মুয়াল্লিম প্রশিক্ষন৷
মেয়াদকাল: দুই বছর৷
২৷ তাকমিলে তাফসীর ৷
মেয়াদকাল: এক বছর ৷
৩৷ তাখাছ্ছুছ ফিল হাদীস ৷
মেয়াদ কাল: দুই বছর ৷
৪৷ তাকমিলে ইফতা ৷
মেয়াদকাল: এক বছর ৷
৫৷ তাদরীব আলাল ইফতা ৷
মেয়াদকাল: দুই বছর ৷
৬৷ তাকমীলে উলূম ৷
মেয়াদকাল: এক বছর ৷
৭৷ তাকমীলে আদব আরবী ৷
মেয়াদকাল: এক বছর ৷
৮৷ তাখাছ্ছুছ ফিল আদাবিল আরবী
৯৷ ডিপ্লোমা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এ্যান্ড লেটারিচার ৷
মেয়াদকাল: দুই বছর ৷
১০৷ ডিপ্লোমা ইন কম্পিউটার এ্যাপ্লিকেশন
মেয়াদকাল: এক বছর ৷
১১৷ ডিপ্লোমা ইন জার্নালিজম৷ ( সাংবাদিকতা)
মেয়াদকাল: এক বছর ৷
১২৷ তাহাফ্ফুযে খতমে নবুওয়াত৷
মেয়াদকাল: এক বছর৷
১৩৷ খ্রিষ্ট ধর্ম গবেষনা বিভাগ৷
মেয়াদকাল: এক বছর ৷
১৪৷ তাহাফ্ফুযে সুন্নাহ বিভাগ ৷
মেয়াদকাল: এক বছর ৷
১৫৷ মোহাযারাতে ইলমিয়া ৷(বিভিন্ন ধর্মীয় গবেষনা, ও ফেরাকে বাতিলা সম্পর্কে জ্ঞানার্জন)
মেয়াদকাল: এক বছর ৷
১৬৷ সুন্দর হস্ত লিপি৷
মেয়াদকাল: এক বছর৷
১৭৷ টেক্সটাইল বিভাগ৷
মেয়াদকাল: এক বছর ৷
★ তাজবীদ ও হিফজুল কোরআন বিভাগ
১৷ নাজেরা বিভাগ ৷
২৷ হিফজুল কোরআন বিভাগ ৷
মেয়াদকাল: দুই থেকে পাঁচ বছর ৷
৩৷ রেওয়াতে হাফছ্ উর্দু ৷
মেয়াদকাল: দুই বছর ৷
৪৷ রেওয়াতে হাফছ্ আরবী ৷
মেয়াদকাল: এক বছর ৷
৫৷ কেরাতে সাব'য়া ৷
মেয়াদকাল: এক বছর ৷
৬৷ কেরাতে আশারা ৷
মেয়াদকাল: এক বছর ৷
-- সুত্র: দারুল উলুম দেওবন্দ কি জামে ও মুখতাছার তারিখ; পৃষ্ঠা: ২১৮-২২৫ ৷
৷|৷
অনুবাদ: তামজীদুল মাওলা কাসেমি
ফাযেলে দারুল উলুম মাদানী নগর,ঢাকা৷
শিক্ষার্থী: দারুল উলুম দেওবন্দ ভারত৷
তারিখ: ৩০/১১/২০১৭ ইং
কোন মন্তব্য নেই